৳ ৬০০ ৳ ৪৫০
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
মধ্যরাতের ঢাকা-মাওয়া মহাসড়কে ঘটে চলেছে একের পর এক খুন! মেয়েরাই যার প্রধান শিকার। কিন্তু খুন করেই শুধু ক্ষান্ত হয় না খুনি। মৃতদেহের ওপর চলে তার অকথ্য নির্যাতন। যার পিছনে রয়েছে বিশেষ এক কারণ, কী সেটা? তদন্তে নামেন শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসেন। যিনি নিজ কাজে সিদ্ধহস্ত। কিন্তু তদন্ত যতটা সহজ হবে ভেবেছিলেন, তার থেকেও জটিল রূপ ধারণ করে যখন জানতে পারেন কোনো এক বিশেষ উদ্দেশ্য সাধনে খুনগুলো করা হচ্ছে। তা-ও আবার জটিল এক প্যাটার্ন মেনে। কী করবেন তিনি? ঊর্ধ্বতনদের জবাবই বা কী দেবেন? অন্যদিকে নড়িয়া থানার সাব-ইন্সপেক্টর সাবিত সরকার বুঁদ হয়ে আছেন মৃত দুই মেয়ের তদন্ত নিয়ে। যাদের ধর্ষণের পর করা হয়েছে খুন। এ কাজ কার সেটা খুঁজতে হন্যে আছেন তিনি। শেষ পর্যন্ত কি তিনি পারবেন রহস্য উদ্ঘাটন করতে? না কি কোনো অজানার মুখোমুখি হবেন? প্রশ্ন অনেক, উত্তর অজানা। সব উত্তর জানতে হলে ঢুঁ দিতে হবে 'সালেম নো গ্রেনি' উপন্যাসের অন্তরালে। যেখানে খুনের বিভৎসতা, তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়া প্রক্রিয়া আর এক মহান উদ্দেশ্য সাধনের সংকল্প পিঠাপিঠি হয়ে চলে। এ সবকিছুর নাটের গুরু কে? জানতে হলে পড়তে হবে যাবেদ খান আবু বকরের লেখা ডার্ক ক্রাইম থ্রিলার উপন্যাসটি।
Title | : | সালেম নো গ্রেনি |
Author | : | যাবেদ খান আবু বকর |
Publisher | : | বর্ণলিপি প্রকাশনী |
ISBN | : | 9789849587743 |
Edition | : | 1st Published, 2024 |
Number of Pages | : | 256 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
যাবেদ খান আবু বকর। মাতার নাম ফরিদা খান। ২০০৩ সালের মহান বিজয় দিবস দিবাগত রাতে মায়ের কোল আলোকিত করে ভুমিষ্ট হন তিনি। ঢাকা বিভাগের শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় তার জন্ম। লোনসিং উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক পাশ করেন। নড়িয়া সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। অতঃপর একই কলেজের অধীনে বিবিএস প্রথম বর্ষে বর্তমানে অধ্যয়নরত অবস্থায় রয়েছেন। লেখালিখির যাত্রাটা তার খুব বেশি বড়োও না আবার ছোটোও নয়। ছোটোবেলা থেকেই তার গল্পের প্রতি আলাদা অনুভূতি ছিল। সেখান থেকে ধীরে ধীরে আগ্রহটা তীব্র থেকে তীব্রতর হয়। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তিনি প্রথম গল্প লিখেন। দীর্ঘ দিন লেখালিখির পর অতঃপর বইয়ের পাতায় নিজের নাম দেখার ইচ্ছা পোষণ করেন। সেখান থেকেই তিনি তার মারমেইড সিরিজের তিনটি বই লিখেছেন। তার সৃষ্ট মারমেইড সিরিজে রয়েছে ‘সি অব মারমেইড, কিং অব মারমেইড এবং দ্য রিটার্ন অব মারমেইড’। পাঠকদের ভালোবাসা কামনা করছেন তিনি।
If you found any incorrect information please report us